ধীরে ধীরে ওমিক্রন ডেল্টার দাপট কমছে দেশে৷ করোনাকে হারিয়ে ক্রমশ সুস্থ হয়ে উঠছে ভারত। তৃতীয় ঢেউয়ের বেসামাল পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ক্রমশ।
দৈনিক আক্রান্তের সংখ্যা যেমন কমছে, সেই সংক্রমণের পাশাপাশি স্বস্তি নিম্নমুখী অ্যাক্টিভ কেসের সংখ্যাতেও। শুক্রবার সেই পরিসংখ্যান বৃহস্পতিবারের থেকে অনেকটাই নিম্নমুখী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ১৬৬ জন। যা গতকালের তুলনায় সামান্য কম। স্বস্তি এটাই যে, গত এক সপ্তাহের কাছাকাছি সময় ধরে দেশের দৈনিক আক্রান্ত থাকছে ১৫ হাজারের নিচে রয়েছে। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ১৪৮ জন। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী একদিনে মৃত্যু হয়েছে ৩০২ জনের।
Be the first to comment