আজকের দিন-১

Spread the love

রাকেশ শর্মা

জন্মঃ ১৩ জানুয়ারি ১৯৪৯
তিনি হলেন প্রথম ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন। তিনি ২১ বছর বয়সে তিনি ভারতীয় বিমান বাহিনীতে যোগদান করেন ও সুপারসনিক জেট বিমান চালানো শুরু করেন।

১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে তিনি ২১টি মিশনে অংশ নেন, তখন তিনি তার বয়স তেইশও হয়নি। ২৫ বছর বয়সে তিনি টেস্ট পাইলট হন। মহাশূন্যে তিনি ভ্রমণ করেন ৩৫ বছর বয়সে। মহাশূন্যে গমনকারীদের মধ্যে বিশ্বে তিনি ছিলেন ১২৮তম, আর ভারতের মধ্যে প্রথম ব্যক্তি।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

===============================================================================================

নবনীতা দেবসেন

(জন্ম ১৩ জানুয়ারী ১৯৩৮)
তিনি একজন বাঙালী কবি, লেখক এবং শিক্ষাবিদ। ছেলেবেলায় এক বিশেষ সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিবেশে তিনি বড় হয়েছেন। তিনি হলেন বিখ্যাত অর্থনীতিবিদ ও নোবেলজয়ী অমর্ত্য সেনের স্ত্রী। বাংলা ও ইংরেজি ছাড়া উনি হিন্দি, ওড়িয়া, অসমীয়া, ফরাসী, জার্মান, সংস্কৃত এবং হিব্রু ভাষাগুলি পড়তে পারেন।

গোখলে মেমোরিয়াল গার্লস, লেডি ব্রেবোর্ণ ও প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর , হার্ভার্ড, ইণ্ডিয়ানা (ব্লুমিংটন) ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন। ১৯৭৫- ২০০২ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের অধ্যাপিকা ও বেশ কিছুকাল বিভাগীয় প্রধান ছিলেন।

১৯৫৯ এ তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম প্রত্যয়’ প্রকাশিত হয় ও প্রথম উপন্যাস ‘আমি অনুপম’ ১৯৭৬ এ। কবিতা, প্রবন্ধ, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস মিলে তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৩৮। এখনো তিনি নিয়মিত বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন। ২০০০ সালে উনি পদ্মশ্রী সন্মানে ভূষিত হন।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁক জানাই শুভ জন্মদিন।

===============================================================================================

অধ্যয়ন সুমন

জন্মঃ ১৩ জানুয়ারি ১৯৮৮
তিনি একজন অভিনেতা, হিন্দি ছবিতে অভিনয় করেন। তিনি বলিউড অভিনেতা শেখর সুমনের পুত্র।

হাল-এ-দিল, রাজ, জশন, হিম্মতওয়ালা, ইষ্ক ক্লিক ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*