শক্তি সামন্ত
(১৩ জানুয়ারি ১৯২৬ – ৯ এপ্রিল ২০০৯)
তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। ১৯৫৭ সালে শক্তি ফিল্মস নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি।
তিনি হাওড়া ব্রিজ, চায়না টাউন, কাশ্মীর কী কলি, অ্যান ইভেনিং ইন প্যারিস, কাটি পতং, এবং অমর প্রেম ইত্যাদির ছবিগুলি পরিচালনা করেন।
আরাধনা, অনুরাগ, অমানুষ ছবিগুলির জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। অমানুষ চলচ্চিত্রটি বাংলা ভাষায়ও নির্মাণ করেন তিনি।
জন্মদিনে রোজদিনে পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
===============================================================================================
শিবকুমার শর্মা
(জন্ম ১৩ জানুয়ারি ১৯৩৮)
তিনি একজন ভারতীয় সন্তুর বাদক। শিবকুমার শর্মার অভাবনীয় প্রতিভার জন্য তাকে পন্ডিৎ ডাকা হয়। সন্তুর হল ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলের একটি জনপ্রিয় বাদ্যযন্ত্র।
তাঁর বাবা উমা দত্ত শর্মা ছিলেন একজন জনপ্রিয় সংগীতশিল্পী। মাত্র পাঁচ বছর বয়স থেকেই শিবকুমার শর্মা তার বাবার কাছ থেকে সংগীত ও তবলার উপর প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। উমা দত্ত শর্মা সন্তুর নিয়ে অনেক গবেষণা করেন এবং সিদ্ধান্ত নেন যে তার ছেলেকে তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সন্তুর বাদক হিসেবে গড়ে তুলবেন। এই চিন্তা থেকে শিবকুমার শর্মাকে তের বছর বয়স থেকেই সন্তুরের উপর প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। ১৯৫৫ সালে বম্বেতে শিবকুমার শর্মা জীবনে প্রথম বারের মত জনসম্মুখে সনুর বাজান।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
===============================================================================================
অস্মিত প্যাটেল
(জন্ম: ১৩ জানুয়ারি, ১৯৭৮)
তিনি এক বলিউড অভিনেতা। হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন এছাড়াও তিনি বিগ বস অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছিলেন।
অস্মিত প্যাটেল তাঁর কর্মজীবন শুরু করেন একজন সহকারী পরিচালক হিসেবে। তিনি বিক্রম ভট্টের সঙ্গে তাঁর আপ মুঝে অচ্ছে লগনে লগে, আওয়ারা পাগল দিওয়ানা, রাজ,ও ফুটপাথ ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন।
ইন্তেহা, মার্ডার, নজর, সিলসিলে, বনারস, দিল দিয়া হ্যায়, টস, জয় হো, ফাইট ক্লাব ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment