জনাদেশ দায়িত্ব আরও বাড়িয়ে দিল, সেঞ্চুরি হাঁকিয়ে মন্তব্য মমতার

Spread the love

মা-মাটি-মানুষের জন্য আন্তরিক শ্রদ্ধা ৷ পৌরসভা নির্বাচনে জনাদেশ তৃণমূলের দিকে যাওয়ায় এভাবেই কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয় তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল বলে মন্তব্য করেন তিনি ৷

তৃণমূল কংগ্রেসের সব প্রার্থীকে অভিনন্দন জানিয়ে টুইটে মমতা লেখেন, “আরও একটা জনদেশ আমাদের দিকে দেওয়ার জন্য মা-মাটি-মানুষকে হার্দিক শ্রদ্ধা জানাই ৷ পৌরসভা নির্বাচনে জয়ের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জানাই অভিনন্দন ৷” তিনি আরও লিখেছেন, এই জয় থেকে আমাদের কর্তব্য ও নিষ্ঠা আরও বেড়ে গেল ৷ আসুন, রাজ্যের শান্তি, উন্নতি ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করি ৷ জয় বাংলা ৷

রাজ্যের ১০৮টি পৌরভোটেও সবুজ ঝড় অব্যাহত থাকল ৷ মাথাই তুলতে পারল না বিরোধীরা ৷ ১০২টি পুরসভাতেই ফুটেছে ঘাসফুল ৷ ধুয়ে মুছে প্রায় সাফ বিজেপি ৷ টিম টিম করে জ্বলে কিছুটা আশার আলো জ্বালিয়েছে বামেরা ৷ তৃণমূলের জয়রথে একমাত্র তাল কেটেছে পাহাড়ে ৷ দার্জিলিং পৌরসভা দখল করে চমকে দিয়েছে সদ্য ভূমিষ্ঠ হামরো পার্টি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*