উলুবেড়িয়া পৌরসভা তৃণমূলের দখলে

Spread the love

হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ২৮টিতে জয়ী হল তৃণমূল ৷ একটিতে সিপিআইএম, একটিতে বিজেপি ও একজন নির্দল প্রার্থী জয়ী হয়েছেন । আর একটি ওয়ার্ডে কে জিতেছেন, তা জানা যায়নি ৷ হাওড়ার উলুবেরিয়া ওম দয়াল কলেজের বাইরে জয়ের পর সবুজ আবিরে বিজয়োৎসব করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

শাসকদল সূত্রের খবর, উলুবেড়িয়া পৌরসভার সবক’টি আসনেই জয়ী হওয়ার কথা থাকলেও কেন এই চারটি ওয়ার্ড হাতছাড়া হল, তা খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের পৌরসভার নির্বাচনে মোট ৩২টি ওয়ার্ডের মধ্যে শাসকদল ২৬টি ও বিরোধীরা ৬টি আসনে জিতেছিল। এবারের নির্বাচনে দু’টি অতিরিক্ত ওয়ার্ড দখল করল তৃণমূল। যদিও আগের পৌরসভার ভোটে ওই ৬ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিলে বিরোধী শূন্য হয়ে গিয়েছিল পৌরসভা। এবারও একই পরিস্থিতি তৈরি হবে বলে দাবি শাসকদলের।

উলুবেড়িয়া পৌরসভার ৩২টি ওয়ার্ডে ৩০ লাখের বেশি ভোটার ৷ ভোট পড়েছিল ৬৮.৬৪ শতাংশ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*