নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেট আজ থেকে শুরু হলো। উদ্বোধনী দিনে ছিল চারটি ম্যাচ। বিশ্বকাপের প্রথম ম্যাচগুলি জিতল আফগানিস্তান, বাংলাদেশ, জিম্বাবোয়ে এবং নিউজিল্যান্ড।
** আফগানিস্তান বনাম পাকিস্তান
এই ম্যাচে আফগানিস্তান ৫ উইকেটে হারিয়ে দিলো পাকিস্তানকে। নিচে সংক্ষিপ্ত স্কোর দেওয়া হলোঃ
পাকিস্তান ১৮৮ রানে অল আউট ৪৭.৪ ওভারে (রোহেল নাজির ৮১, কাইয়াস আহমেদ ৩-৩৮, আজমাতুল্লা ৩-৩৪)
আফগানিস্তান ১৯৪/৫ ৪৭.৩ ওভারে (দারবিশ রসুলী ৭৬*, ইকরাম আলী খিল ৪৬; হাসান খান ২-৪৫)।
** জিম্বাবোয়ে বনাম পাপুয়া নিউ গিনি
জিম্বাবোয়ে এই ম্যাচে ১০ উইকেটে জয়লাভ করে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে। নিচে সংক্ষিপ্ত স্কোর দেওয়া হলোঃ
পাপুয়া নিউ গিনি ২০ ওভারে ৯৫ রানে অল আউট, জিম্বাবোয়েকে ৯৮/০, ১৪ ওভারে (প্রতি দল থেকে ২০ ওভার হ্রাস)।
** বাংলাদেশ বনাম নামিবিয়া
বৃষ্টির জন্য পুরো খেলা হয়নি। প্রতি দল থেকে ২০ ওভার কম করা হয়েছে। বাংলাদেশ ৮৭ রানে নামিবিয়াকে পরাজিত করেছে। নিচে সংক্ষিপ্ত স্কোর দেওয়া হলোঃ
বাংলাদেশ ২০ ওভারে ১৯০/৪ (সাইফ হাসান ৮৪, মোহাম্মদ নাঈম ৬০), ২০ ওভারে নামিমিয়া ১০৩/৬
** নিউজিল্যান্ড বনাম উইন্ডিজ
এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নিউজিল্যান্ড উইন্ডিজকে ৮ উইকেটে পরাজিত করেছে। নিচে সংক্ষিপ্ত স্কোর দেওয়া হলোঃ
উইন্ডিজ ৫০ ওভারে ২৩৩/৮ (কেগান সিমন্স ৯২, কিমিনি মেলিয়াস ৪৮, রচিন রবীন্দ্র ৩-৩০, ম্যাথু ফিশার ৩-৬১) নিউজিল্যান্ড ৩৯.৩ ওভারে ২৩৪/২ (ফিন অ্যালেন ১১৫*, জকব ভুলা ৮৩)।
Be the first to comment