রাজ্যের ত্রিশঙ্কু তিন পুরসভাতেও বোর্ড গঠনের সম্ভাবনা তৃণমূলের, অনিশ্চয়তা শুধু এগরা নিয়ে

Spread the love

তৃণমূলের সবুজ সুনামির মাঝেও ব্যতিক্রমী চার পুরসভার ফলাফল ত্রিশঙ্কু। বুধবার ফলপ্রকাশের পর দেখা যায় পুরুলিয়ার ঝালদা, হুগলির চাঁপদানি, পূর্ব মেদিনীপুরের এগরা ও মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভায় কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে এই চার পুরসভার মধ্যে তিনটিতেই বোর্ড গঠনের লড়াইয়ে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

ঝালদার ১২টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে তৃণমূল। পাঁচটি ওয়ার্ডে জয়ী হয় কংগ্রেস। নির্দল প্রার্থীরা বাকি দু’টি আসনে জয়লাভ করেছেন। বেলডাঙাতেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউ। এই পুরসভায় ১৪টি ওয়ার্ডের মধ্যে সাতটিতে জয়ী তৃণমূল। তিনটি আসনে জয়ী বিজেপি। চারটি আসন পেয়েছেন নির্দলরা। এগরার চোদ্দটি ওয়ার্ডের মধ্যে ৭টি পেয়েছে তৃণমূল। ৫টিতে জয়ী বিজেপি। একটি করে আসন পেয়েছেন কংগ্রেস ও নির্দল প্রার্থী। চাঁপদানি পুরসভার ২২ টি ওয়ার্ডের মধ্যে ১০ টি ওয়ার্ড দখল করেছেন নির্দলরা।

দিনের শেষে দেখা যাচ্ছে নির্দলদের সমর্থন নিয়ে তিনটি পুরসভা দখল করতে পারে তৃণমূল। তবে এগরা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। চাঁপদানির বিদায়ী চেয়ারম্যান সুরেশ মিশ্র চতুর্থ বারের মত জয়ী হলেও বোর্ড গঠন করতে নির্ভর করতে হবে নির্দল কাউন্সিলরদের উপর। ইতিমধ্যে চার বিজয়ী নির্দল কাউন্সিলর বিনা শর্তে বোর্ড গঠনে তৃণমূলকে সমর্থন করবেন বলে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন। ফলে চাঁপদানিতে তৃণমূলের বোর্ড গঠনের রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে। ঝালদায় জয়ী এক নির্দল ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন। জয়ী একাধিক কংগ্রেস কাউন্সিলরও তৃণমূলকে সমর্থন করতে পারেন। সেক্ষেত্রে এই পুরসভাও দখলে যাবে শাসকদলের। বেলডাঙাতেও নির্দলদের সমর্থনে বোর্ড গড়ার পথে শাসক দল। বেলডাঙার প্রাক্তন পুরপ্রধান ভরত ঝাওয়ার তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসাবে দাঁড়িয়েছিলেন। বোর্ড গঠনে তিনি সাহায্য করবেন বলে জানিয়েছেন।

অনিশ্চয়তা রয়েছে শুধু এগরা পুরসভা নিয়ে। এই পুরসভায় এখনও নির্দল বা কংগ্রেস প্রার্থীরা এখনও কোনও দলকে সাহায্যের সিদ্ধান্ত নেননি। কংগ্রেসের একমাত্র জয়ী কাউন্সিলর জানিয়ে দিয়েছেন তিনি কোনও দলকেই সমর্থন করবেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*