গত ২৪ ঘণ্টায় ফের রাজ্যে করোনায় মৃতের সংখ্যা শূন্য, কমলো সংক্রমণও

Spread the love

বিশেষজ্ঞরা যতই জুন মাসে করোনার তৃতীয় ঢেউয়ের আগমনের আশঙ্কার কথা শোনান না কেন, এই মুহূর্তে রাজ্যের করোনা পরিসংখ্যান বেশ আশাপ্রদ। গত ২৪ ঘণ্টায় ফের মৃত্যুশূন্য বাংলা। সেই সঙ্গে খানিকটা কমেছে দৈনিক আক্রান্তও। 

এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৪৩ জন। যা আগের দিনের থেকে সামান্য হলেও কম। দৈনিক সংক্রমিতের নিরিখে কলকাতাকে ছাপিয়ে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে ২৫ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। কলকাতায় একদিনে আক্রান্ত ২০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট ২০ লক্ষ ১৫ হাজার ৫৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। অ্যাকটিভ কেস ১ হাজার ৭৭৬।

সংক্রমিতের সংখ্যা যেমন কমছে তেমনই কমছে মৃতের সংখ্যাও। তবে গত ২৪ ঘণ্টাতেও মৃত্যুশূন্য রাজ্য। এই নিয়ে পরপর দু’দিন রাজ্যে মারণ ভাইরাস কারও প্রাণ কাড়তে পারেনি। তাই মোট মৃতের সংখ্যায় কোনও হেরফের নেই। এখনও পর্যন্ত বাংলায় ২১ হাজার ১৭৮ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হারও যথেষ্ট ভাল। একদিনে সুস্থ ১৫৮ জন। এখনও পর্যন্ত ১৯ লক্ষ ৯২ হাজার ৫৯১ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ।

একদিনে ২৫ হাজার ৫৬২টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৪২ লক্ষ ৮৪ হাজার ২৬টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৫৪ শতাংশ। অর্থাৎ সবরকম প্যারামিটারেই এখন স্বস্তির খবর মিলছে। সম্ভবত সেকারণেই রাজ্য সরকার করোনার পাশাপাশি এবার ডেঙ্গু নিয়ন্ত্রণেও জোর দেওয়ার পরিকল্পনা শুরু করেছে। বৃহস্পতিবারই ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যত ক্যালেন্ডার তৈরি করেছে রাজ্য প্রশাসন। অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হবে ১.১৩ লক্ষ ভেক্টর কন্ট্রোল কর্মী। এরমধ্যে শহরে ৫৫,৮২২ জন এবং গ্রামের জন্য ৫৭ হাজার ৪৫৭ জন। এরা ডেঙ্গু নিয়ে সচেতনতার প্রচার করবেন। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*