কলকাতার আকাশে প্রবেশের সময় মুখ্যমন্ত্রীর বিমানে ‘বিভ্রাট’। এই ঘটনায় অত্যন্ত অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে এয়ার টার্বুল্যান্সে পড়ে শুক্রবার হঠাৎ নেমে আসে মুখ্যমন্ত্রীর বিমান। এই ঘটনার পরই রুট ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল কিনা, জানতে চান ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এদিকে, হঠাৎ বিমান নেমে আসায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রুট ক্লিয়ারেন্স ছিল, কিন্তু আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে বিভ্রাট’। তবে দুর্ঘটনার জেরে কোমরে চোট পান মমতা।
দুদিনের সফরে বুধবার বারাণসী উড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুলত অখিলেশ যাদবের হয়ে প্রচারে যোগ দিতে তাঁর এই সফর ছিল। একই সঙ্গে কাশী বিশ্বনাথও দর্শন করার কথা জানিয়েছিলেন। সেই মতো সেদিনই সন্ধ্যায় বারাণসী পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো।
যদিও সেখানে গঙ্গা আরতি দেখতে গিয়ে বিজেপির বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে তাঁকে। যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভও উগরে দিয়েছেন নেত্রী। উত্তরপ্রদেশ থেকে বিজেপি চলে যাচ্ছে বলে এমন কাণ্ড বলে মন্তব্য করেন তিনি।
আর এই বিতর্কের মধ্যে টানা দুদিনের রাজনৈতিক প্রচার সেরে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী। দুপুরেই বিশেষ বিমানে রওনা হন তিনি। কিন্তু দমদম বিমানবন্দরে বিমান ল্যান্ড করার আগেই এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। হঠাত করেই নির্দিষ্ট উচ্চতা থেকে সেটি নীচে নেমে আসে। কিন্তু কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বিমানে কি কোনও প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়েছিল? রানওয়ে বুঝতে গিয়ে ভুল করেছিলেন পাইলট? একাধিক প্রশ্ন উঠছে। এমনকি এটিসির তরফেও কোনও গাফিলতি রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
যদিও ইতিমধ্যে বিষয়টি প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কানেও পৌঁছেছে। বিষয়টি নিয়ে রীতিমত নড়েচড়ে বসেছেন নবান্নের আধিকারিকরা। কেন এই ঘটনা তা ইতিমধ্যে খতয়ে দেখা হচ্ছে বলেও জানা যাচ্ছে। উল্লেখ্য, এর আগেও দমদম বিমানবন্দরে বিমান বিভ্রাটে পড়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কখনও তাঁর বিমান আকাশপথে চক্কর কাটানোর অভিযোগ তো কখনও ল্যান্ডিংয়ে সমস্যা সামনে এসেছে। এমনকি তাঁকে মারার চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে কম বিতর্ক হয়নি। আর সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনঃরাবৃতত্তি! তবে শুক্রবারের এমন ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। তবে শেষ পর্যন্ত নিরাপদেই মুখ্যমন্ত্রীর বিমান ল্যান্ড করেছে।
Be the first to comment