অধ্যক্ষের কাছে বিধানসভায় তাঁর ভাষণের সরাসরি সম্প্রচার চাইলেন রাজ্যপাল, পাশ কাটালেন বিমান বন্দ্যোপাধ্যায়

Spread the love

বিধানসভার অধিবেশন শুরুর আগেই ফের সংঘাতের আবহ। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকড় অভিযোগ করেছেন, তাঁকে বিধানসভায় ব্ল্যাকআউট করা হয়েছে। অতীতের মতো আগামিকাল রাজ্যপালের ভাষণে তাঁকে যাতে ব্ল্যাকআউট না করা হয় সে বিষয়ে নিশ্চয়তা চান তিনি কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশনের ২৪ ঘণ্টা আগেও এই বিষয়ে কোনও নিশ্চয়তা দিতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড়কে। একই সঙ্গে রাজ্যপালকে ব্ল্যাকআউট করার অভিযোগও খারিজ করে দিয়েছেন তিনি।

রবিবার তাঁর ভাষণ লাইভ দেখাতে হবে এই দাবি তুলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন রাজ্যপাল। তাঁর একটাই দাবি, রাজ্যপালের ভাষণ লাইভ দেখাতে হবে। এই দীর্ঘ বৈঠকের পরও রাজ্যপালের ভাষণ লাইভ দেখানো হবে কিনা সে বিষয়ে কোনও নিশ্চয়তা দেননি অধ্যক্ষ। সংবাদমাধ্যমের সামনে তিনি গোটা বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তবে জানা গিয়েছে, এবিষয়ে আগামিকাল পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন তিনি।

সোমবার বিধানসভায়

  • বেলা বারোটা- সর্বদলীয় বৈঠক
  • বেলা একটা – বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক
  • দুপুর দুটো- রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু

৮ মার্চ- শোক প্রস্তাব

৯, ১০ মার্চ-রাজ্যপালের ভাষণের ওপর আলোচনা

১১ মার্চ ,শুক্রবার- দুপুর দুটো- বাজেট পেশ

মুখ্যমন্ত্রী নতুন আর্থিক বছরের(২০২২-২৩) জন্য রাজ্য বাজেট পেশ করবেন বলেই পরিষদীয় দপ্তর সূত্রে খবর। তার আগে রাজ্য মন্ত্রীসভার বৈঠক।

এদিকে রাজ্যপাল জগদীপ ধনকড় জানিয়েছেন, সোমবার এবিষয়ে সিদ্ধান্ত হবে। রাজ্যপালের এই দাবি প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেছেন, রাজ্যপালের ভাষণের লাইভ সম্প্রচার হবে কিনা, সে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষ ঠিক করবেন। রাজ্যপালের অধিকার আছে অধ্যক্ষর সঙ্গে বৈঠকের। তবে আগের অধিবেশনগুলোতে তাঁর ভাষণ ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল, এই অভিযোগ ভিত্তিহীন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*