কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা।৷ আজ থেকে শুরু হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা।
এই বছর মোট পরীক্ষার্থী ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এরমধ্যে ছাত্র ৫ লক্ষ ৫৯ জন এবং ছাত্রী ৬ লক্ষ ৩৬ হাজার ৮০৪ জন। গতবারের তুলনায় এই বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৫০ হাজার।
সোমবার বেলা ১১.৪৫ মিনিটে শুরু পরীক্ষা। প্রশ্নপত্র পড়ার জন্য পড়ুয়ারা সময় পাবে ১৫ মিনিট। দুপুর ১২টা থেকে শুরু করা যাবে উত্তর লেখা। পরীক্ষা শেষ হবে বিকেল ৩টেয়। রাজ্যে মোট পরীক্ষাকেন্দ্র ৪ হাজার ১৫৪টি। প্রথমদিন পরীক্ষা শুরু হবে প্রথম ভাষার পরীক্ষা দিয়ে।
Be the first to comment