বিক্ষুব্ধ বিজেপি নেতাদের সঙ্গে গোপন বৈঠক সাংসদ লকেটের

Spread the love

রাজ্য বিজেপির কোন্দল ক্রমশ বেড়েই চলেছে। চিন্তন বৈঠকের পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে গোপন বৈঠক করে জল্পনা বাড়ালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সোমবার কলকাতায় কোনও এক গোপন জায়গায় ওই বৈঠকে উপস্থিত ছিলেন সাসপেন্ডেড দুই নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারি ছাড়াও সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নতুন রাজ্য কমিটিতে এই চার নেতাই বাদ পড়েছেন। কমিটি নিয়ে ক্ষমতাসীন নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন জয়প্রকাশ ও রীতেশ। বিধানসভা ভোটে বিপর্যয়ের জন্য তাঁরা দায়ী করেন বর্তমান নেতৃত্বকে। দল সাসপেন্ড করে ওই দুজনকে।

সম্প্রতি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বিক্ষুব্ধদের সমর্থনে আসরে নামেন। তিনি বলেন, এই নেতাদের ডেকে কথা বলা উচিত রাজ্য নেতৃত্বের। পুরভোটে বিপর্যয়ের পর লকেট টুইটে আত্মসমীক্ষার কথা বলে বিতর্ক উস্কে দেন। শনিবার দলের চিন্তন বৈঠকেও লকেট ক্ষমতাসীন নেতৃত্বের সমালোচনা করেন। সেখানে দিলীপ ঘোষ মন্তব্য করেন, আত্মসমীক্ষা সকলেরই করা উচিত। যাঁরা ময়দানে নেমে কাজ করেননি, তাঁদের মুখে বড় বড় কথা শোভা পায় না। লকেটের বক্তব্যে প্রতিক্রিয়া দেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

পুরভোটে লকেট প্রচারে নামেননি। শেষ কদিন রাজ্যে থাকলেও তাঁকে প্রচারে দেখা যায়নি। তবে তাঁর দাবি, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তিনি উত্তরাখণ্ডে ভোটের দায়িত্বে ছিলেন। কদিন আগেও দিল্লিতে লকেটের সঙ্গে কথা হয় সাসপেন্ডেড নেতা রীতেশ তিওয়ারির।

এই আবহে সোমবার বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে লকেটের বৈঠক নিয়ে দলের অন্দরে নানা চর্চা শুরু হয়েছে। তবে বৈঠক নিয়ে তাঁরা মন্তব্য করতে চাননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*