ইউক্রেন-সহ একাধিক ইস্যুতে মোদী সরকারকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

Spread the love

ইউক্রেন সঙ্কট সহ একাধিক ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৷ তাঁর দাবি, বিজেপি সরকারের কোনও পরিকল্পনা নেই ৷ সোমবার এক টুইটের মাধ্যমে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনও পরিকল্পনা না থাকার অভিযোগ করেন। তিনি লেখেন, ভারত সরকারের কোনও পরিকল্পনা নেই ৷ তাই ভারতীয় শিক্ষার্থীরা ইউক্রেনে আটকে পড়েছে। মোদী সরকার মানে শুধু পিআর (জনসংযোগ)।

রাহুল গান্ধী টুইট করে লেখেন, ভারত সরকারের কোনও পরিকল্পনা নেই। ভারতীয় টাকার মূল্য সবসময়ই নিম্ন স্তরে থাকে। মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব রেকর্ড মাত্রায়। ইউক্রেনে আটকে পড়েছে পড়ুয়ারা। চীন আমাদের এলাকা দখল করে নিচ্ছে। মোদী সরকার মানে শুধু পিআর।

এর আগে একটি টুইট করে ডিজেল-পেট্রোলের দাম নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী লিখেছেন, “অচিরেই পেট্রোল ট্যাঙ্ক পূর্ণ করুন। মোদি সরকারের ‘নির্বাচনী’ প্রস্তাব শেষ হতে চলেছে।”

একই সঙ্গে ইউক্রেন সংকট নিয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি নানা পাটোলে। তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের খবর ছড়িয়ে পড়লে সব কাজ ফেলে বিভিন্ন দেশ তার নাগরিককে দেশে ফিরিয়েছিল৷ আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোট প্রচারে ব্যস্ত ছিলেন৷ তিনি বলেন, ‘‘তিনি প্রধানমন্ত্রী নন৷ তিনি একজন প্রচারক এবং এর ফলে ভারতের ’২০ হাজার পড়ুয়া ইউক্রেনে আটকা পড়েছে। পড়ুয়ারা ৮০ কিলোমিটার হেঁটে এক দেশ থেকে অন্য দেশে বিমান ধরছে৷ খাওয়া-দাওয়ার কোনও ব্যবস্থা নেই।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*