আনিসের দাদাকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার, ফের বাড়িতে সিট ও ফরেনসিক দল

Spread the love

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ১৭ দিন পার হয়ে গিয়েছ। বার বার জলঘোলা হচ্ছে অভিযুক্তদের  ধরতে।এরই মধ্যে আনিসের দাদাকে প্রাণনাশের হুমকি। অভিযোগ সারওয়ার হোসেন এর বিরুদ্ধে। সোমবার ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে।অন্যদিকে, আনিস মৃত্যু রহস্যের তদন্তে যে সিট গঠন করা হয়েছিল এক পক্ষকাল কেটে গেলেও তার রিপোর্ট এখনও সামনে আসেনি। তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

আনিসের দাদার অভিযোগ, ভাইয়ের খুনের সিবিআই তদন্ত চেয়েছিলেন  তিনি। ঠিক তাঁর পরই গত ২৩ ফেব্রুয়ারি রাত ১.০৪ টায় তার কাছে একটি ফোন আসে। অজ্ঞাত পরিচয়ে শেখ সাবিরের কাছে প্রাণ নাশের হুমকি আসে। আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আনিসের দাদা। তদন্তে নেমে পুলিস গতকাল কলকাতার তিলজলা থেকে সারওয়ার হোসেন নামে এক যুবকে গ্রেফতার করে।তদন্ত করছিল আমতা থানা, কলকাতা পুলিস ও সিআইডির একটি দল। অভিযুক্তকে আজ উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে।

তদন্তের স্বার্থে সোমবার আনিসের বাড়িতে আসে সিটের আধিকারিক ও ফরেনসিক টিম। সঙ্গে ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা আদালতের ম্যাজিস্ট্রেটও। আনিস সেদিন রাতে কীভাবে তিনতলা থেকে পড়ল ? সমস্ত বিষয়টা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখছে ফরেনসিক টিমের আধিকারিকরা।

সিট গঠনের ১৫ দিন হয়ে  গেলেও নতুন কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তদন্ত আদৌ ঠিক পথে এগোচ্ছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে আনিসের পরিবার। আদালতের নির্দেশে সিট (SIT) তদন্তে সহযোগিতা করলেও এখনও সিবিআই (CBI) তদন্তের দাবিতেই অনড় আনিস খানের বাবা সালেম খান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*