গত ২৪ ঘণ্টায় ফের করোনায় মৃত্যুহীন রাজ্য, সুস্থতার হারে স্বস্তিতে বঙ্গবাসী

Spread the love

মাস্ক-স্যানিটাইজার ব্যবহার, দূরত্ববিধি পালনের সুফল মিলছে বহুদিন ধরে। দ্রুতগতিতে সুস্থ হচ্ছে বাংলা। চলতি বছরের জানুয়ারিতে প্রতিদিন হাজার হাজার মানুষ সংক্রমিত হচ্ছিলেন। মার্চে সেই দৈনিক সংক্রমণ নেমেছে একশোরও নিচে। গত ২৪ ঘণ্টার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ জন। যা নিঃসন্দেহে অত্যন্ত ইতিবাচক।   

২০২০ সালের মার্চে করোনা থাবা বসিয়েছিল বাংলায়। লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘরবন্দি হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। বাংলার ছবিটাও একই ছিল। পরবর্তীতে পরিস্থিতি খানিকটা আয়ত্তে আসতে ফের জনজীবন স্বাভাবিক হতেই বেড়েছে সংক্রমণ। তবে বারবার কড়াভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে রাজ্য সরকার। সেই কারণেই তৃতীয় ঢেউ কাটিয়ে অতি দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠেছে বাংলা। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ১৫ হাজার ৯১২ জন। পজিটিভিটি রেট ০.৩৫ শতাংশ। 

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার মৃতের সংখ্যা শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি ২১,১৮০ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১১৬। মোট করোনা জয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৩৪ জনের। মোট টেস্টিং ২৪, ৩৬৬, ৪২৬। পরিস্থিতি আয়ত্তে এলেও জোরকদমে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা নিয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন। ইতিমধ্যেই ৫৮ লক্ষ ৫৫২ হাজার ৩৩ জনের টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*