ফের এসএসকেএমে ভর্তি মদন মিত্র, বৃহস্পতিবারই হতে পারে অস্ত্রোপচার

Spread the love

ফের হাসপাতালে ভরতি কামারহাটির বিধায়ক মদন মিত্র। গলায় টিউমার রয়েছে। কথা বলতে অসুবিধা হচ্ছে। জানা গিয়েছে, পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে সেই টিউমারের অস্ত্রোপচার হবে। ভোকাল কর্ড নষ্ট হয়ে গিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিধায়ক। 

মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় কামারহাটির মদন মিত্রকে। উডবার্ন ওয়ার্ডে ভরতি হয়েছেন তিনি। হাসপাতালে ঢোকার সময় বিধায়ক নিজেই নিজের অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানান। এদিন মদন মিত্র বলেন, “আমার গলায় সমস্যা হচ্ছে। চিৎকার করতে গেলে অদ্ভুত আওয়াজ বের হচ্ছে। কষ্ট হচ্ছে।” 

তিনি আরও জানান, “সন্ধেবেলা চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত আমাকে ফোন করেছিলেন। বললেন, গলায় একটা টিউমার রয়েছে। সেটা ছড়িয়েও গিয়েছে। বোধহয় ভোকাল কর্ডে সমস্যা হয়েছে।” জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার সকালে হাসপাতালে মেডিক্যাল বোর্ড বসবে। তার পর পরীক্ষা-নিরীক্ষা হবে মদন মিত্রের। পরশু সকালে হতে পারে অস্ত্রোপচার। 

এদিন হাসপাতালে ঢোকার আগেও মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা গিয়েছে কামারহাটির বিধায়কের গলায়। বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএমকে দু’টি বিশেষ যন্ত্র দিয়েছে। যা কয়েক মিনিটের মধ্যে বলে দিতে পারে গলার ভিতর কী চলছে। এই যন্ত্র পিজি ছাড়া আরও কোথাও নেই। তাই এখানে আসা।”

উল্লেখ্য, এর আগেও একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন কামারহাটির বিধায়ক। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*