আজ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা। সকাল ৮টা থেকে শুরু গণনা। গোটা দেশের নজর উত্তরপ্রদেশের দিকে। যোগী-অখিলেশের মধ্যে লখনউয়ের মসনদে বসবে কে? কংগ্রেস এবার কেমন ফল করবে? তা স্পষ্ট হয়ে যাবে আর কয়েকঘণ্টার মধ্যে।
উত্তরপ্রদেশে মোট বিধানসভা আসন ৪০৩।ভোট হয়েছে ৭ দফায়। উত্তরপ্রদেশের পাশাপাশি আজ ভোটের ফল ঘোষণা হবে উত্তরাখন্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরে। এর মধ্যে গোয়ায় এই প্রথমবার ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় বিধানসভা আসন ৪০টি। ৭০ আসনের উত্তরাখণ্ডে ভোটের আগে বেশ কয়েকজন মন্ত্রী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে।
শিরোমণি অকালি দল, কংগ্রেস, বিজেপির পাশাপাশি এখানে লড়াই করছে আম আদমি পার্টি। ৬০ আসনের মণিপুর বিধানসভায় লড়াই মূলত কংগ্রেস ও বিজেপির।
গোয়ায় বিজেপি ৪, কংগ্রেস ৭, তৃণমূল ২ আসনে এগিয়ে।
উত্তরপ্রদেশে বিজেপি ১১০, এসপি ৬৫, বিএসপি ৩, কংগ্রেস ৩, অন্যান্য ২।
পঞ্জাবে আপ ৩২, কংগ্রেস ১৮,শিরোমণি অকালি দল ৭, বিজেপি ২ আসনে এগিয়ে।
Be the first to comment