উত্তরপ্রদেশে মেশিনে কারচুপি করেছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ ফিরহাদ হাকিমের

Spread the love

ভোট মেশিনে কারচুপি এবং রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে বিজেপি উত্তরপ্রদেশে অসৎ উপায়ে জয়লাভ করল বলে অভিযোগ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর আরও অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী, জাতপাত সমস্ত কিছুতে ব্যবহার করা হয়েছে উত্তরপ্রদেশের ভোটে। ফিরহাদ বলেন, তবু উত্তরপ্রদেশে বিরোধী রাজনৈতিক দলগুলি লড়াইয়ে আছেন। তাঁর দাবি, ২০২৪-এ লোকসভা ভোটে ফল অন্যরকম হবেই।

পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেসের বিপর্যয়েও মর্মাহত তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘কংগ্রেস এখন তৃণমূলের সঙ্গে মিশে গেলেই ভালো। দুর্ভাগ্যজনকভাবে কংগ্রেসটা শেষ হয়ে যাচ্ছে। আমরা যারা কংগ্রেস থেকে রাজনীতির আঙিনায় পা রেখেছিলাম, তাঁরা গান্ধীবাদ-সুভাষবাদকে আঁকড়ে ধরেই রাজনীতি করে চলেছি। পাঞ্জাব থেকে কংগ্রেসের পরাজয়ের অর্থ গডসেবাদের উত্থান। এটা খুবই দুর্ভাগ্যজনক।’

ফিরহাদ বলেন, গোয়াতেও আমরা লড়াইয়ে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গোয়ায় রয়েছেন এই মুহূর্তে। অভিষেক, ডেরেক ও’ব্রায়েনরা গোয়ার রাজনীতি উপর নজর রাখছেন। তাঁরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দিচ্ছেন। সেইমতো নেত্রী গোয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*