বাইশের ভোটের রেজাল্ট ২০২৪ নির্বাচনের ফল ঠিক করে দিয়েছেঃ নরেন্দ্র মোদী

Spread the love

উত্তরপ্রদেশ -সহ পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল আগামী ২০২৪ লোকসভা ভোটের ফলাফল ঠিক করে দিয়েছে। ঠিক যেমন ২০১৭-র নির্বাচনী ফলাফল ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল ঠিক করে দিয়েছিল। বৃহস্পতিবার রাতে পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল নিয়ে ভাষণ দিতে গিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি এদিন বলেন, জনতা নিজেদের হক পাওয়ার জন্য সরকারের দরজায় কড়া নাড়ত। পানীয় জল, আলো ইত্যাদিতে পেতে না। নিরাশ হয়ে ফিরে যেতে হত। টাকা দিতে হত। দেশের গরিবের নাম করে প্রকল্প হত একাধিক। কিন্তু কাজ হত না। মিথ্যাচার হয়েছে শুধু। কিন্তু গরবিরের হক মেলেনি।

মোদী আরও বলেন, পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল ভিন্ন হলেও রায় এক। তারা বিজেপির প্রতি বিশ্বাস রেখেছে। ভরসা রেখেছে। বিজেপি সরকার সেই বিশ্বাস অর্জন করেছে। একারণে এনডিএ ও বিজেপি কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গ তুলে বলেন, মুখ্যমন্ত্রী হয়ে কাজ করার অভিজ্ঞা আছে আমার।সরকারি পরিষেবা অনেক ভালো করেছি আমরা। বিজেপি গরিবকে ভরসা দিয়েছে। আমি গরিবের ঘরে হক পৌঁছানো না পর্য়ন্ত নিঃচিন্তায় থাকতে পারেনি।

সরকার চালাতে নানান রকম সমস্যা পোহাতে হয়। সে কথা বলে মোদির দাবি, সরকারে কত রকম সমস্যা-চিন্তা থাকে। তা সত্ত্বেও এত হিম্মত দেখিয়েছি যে, কেউ তা দেখাতে পারেনি। গত ১৫ অগস্ট সেই হিম্মতরে কথা ব্যক্ত করেছি আমি। ভাজপা যেখানে যেখানে পরিষেবা দেওয়ার সুযোগ পেয়েছে, হিম্মত রেখে গরিবের ঘরে হক পৌঁছতে অটল থেকেছে। আগামিদিনেও হিম্মতের সঙ্গে প্রতিটি গরিবের কাছে পৌঁছব।

https://twitter.com/narendramodi/status/1501960781478318099

পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলে মহিলাদের ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, চার রাজ্য বিজেপির জয়ে মহিলা ভোটার অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। কারণ, মহিলারা তাঁকে দু-হাত তুলে ভোট দিয়েছে। মোদী বলেন, মা-বোনদের বিশেষ করে নমস্কার করি। এই নির্বাচনে মা-বোনেদের বিশাল বড় যোগদান রয়েছে। আমাদের সৌভাগ্য যে ভাজপাকে মা-বোন-বেটিরা আর্শীবাদ করেছে। যেখানে যেখানে মহিলারা বেশি ভোট দিয়েছে, সেখানেই বিজেপি বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়ী হয়েছে।

উত্তরপ্রদেশে দ্বিতীয়বার বিজেপি ফিরতেই জাতপাতের রাজনীতির প্রসঙ্গ তোলেন মোদি। তিনি বলেন, দেশের মানুষের জন্য দুঃখ অনুভব করতাম। উত্তরপ্রদেশের মানুষকে শুধু মাত্র জাতপাতে ভেদ করত। নাগরিকদের অপমান করত। পুরো উত্তরপ্রদেশকে অপমান করত। কেউ কেউ এই বলে অপমান করত যে, এখানকার নির্বাচনে শুধু জাতপাত চলে। কিন্তু না। সেই জাতপাতের রাজনীতির বিরুদ্ধে উত্তরপ্রদেশের মানুষ রায় দিয়েছে।

পরপর চারবার বিজেপিকে জয়ী করার প্রসঙ্গ তুলে মোদীর বক্তব্য, ২০১৪, ২০১৭,২০১৯,২০২২ এর নির্বাচনে উত্তরপ্রদেশের মানুষ শুধু বিকাশবাদ নির্বাচন করেছে। এই সবক ওদের (বিরোধীদের) শিখতে হবে। উত্তরপ্রদেশের প্রতিটি নাগরিক সবক দিয়েছে। জাতিবাদ দেশকে জুড়তে ব্যবহার হয়। দেশকে ভাগ করতে নয়

এদিনের বক্তব্যে, নাম না করে কংগ্রেসকে পরিবারবাদ নিয়ে কটাক্ষ করেন মোদী। তিনি বলেন, আমার বিশ্বাস একদিন দেশ থেকে পরিবার বাদের রাজনীতির সূর্যাস্ত হবে। কারণ, সাধারণ মানুষ বুঝে গিয়েছে যে, পরিবারবাদ দেশের সম্পদ লুঠে খেয়েছে। কিন্তু পরিবারবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছি। আমি কোনও পরিবারের বিরুদ্ধে নই। গণতন্ত্রের পক্ষে আছি। লোকজনকে বলেছি, পরিবারবাদ রাজ্যকে কীভাবে পিছিয়ে নিয়ে যাচ্ছে। ভারতে পরিবারবাদ নিয়ে বিতর্ক হওয়া উচিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*