আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পলাতক ৩ বন্দী। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে আলিপুর জেলের পিছন দিকের ছয় নম্বর ওয়াচ টাওয়ার সংলগ্ন উঁচু পাঁচিল টপকে বন্দীরা পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, বন্দীরা চাদরকে দড়ি হিসাবে ব্যবহার করে, তারপর পেয়ারা গাছ বেয়ে নীচে নামে এবং পালিয়ে গেছে বলে অনুমান। পাঁচিলের ওপারেই আদি গঙ্গা।
জানা গিয়েছে তাদের নাম হল ইমন চৌধুরি, মহম্মদ ফারুখ হাওলাদার, ফিরদৌস শেখ। তবে সংশোধনাগারের আঁটোসাঁটো নিরাপত্তা পেরিয়ে গেল তা নিয়েই উচ্চ পদস্থ কর্মচারীরা খতিয়ে দেখছে ব্যাপারটা। রবিবার সকালে বন্দীদের গোনার সময় গোটা ব্যাপারটি সামনে আসে। তবে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন থানা ও কমিশনারেটে বন্দী পালিয়ে যাওয়ার খবর পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সতর্কতা জারি করে দেওয়া হয়েছে।
Be the first to comment