৪ রাজ্যেই উঠেছে গেরুয়া ঝড়, এবার নিজের গড়েই নির্বাচনী প্রচারে মোদী

Spread the love

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, বৃহস্পতিবারই ফলপ্রকাশ হয়েছে। এরমধ্যে চার রাজ্যেই বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। ২০২২ সালের এই নির্বাচনে জয়ই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলের আন্দাজ করা যায় বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপাতত লোকসভা নির্বাচন নয়, বরং নিজের রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়েই চিন্তাভাবনা করতে ব্যস্ত। চলতি বছরেই গুজরাটে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনেরই প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার তিনি দুইদিনের জন্য গুজরাট সফরে গিয়েছেন। সকালেই তিনি আহমেদাবাদ থেকে রোড-শো শুরু করেন। ৬ কিমি পথ পার করে গান্ধীনগর অবধি পথসভা করবেন তিনি। এরপর জিএমএইচসি-র মাঠে তিনি ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ৪টে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট পঞ্চায়েত মহাসম্মেলনে যোগ দেবেন এবং জনতার উদ্দেশে ভাষণ দেবেন। আগামিকাল তিনি সকাল ১১টায় গুজরাটে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসাবে তিনি বিশ্ববিদ্যালয়ের সম্ভাষণ বক্তৃতাও দেবেন তিনি। শনিবার সন্ধে সাড়ে ৬টায় তিনি একাদশতম খেল মহাকুম্ভের উদ্বোধন করবেন। এরপর দিল্লিতে ফিরে আসবেন প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*