বালিগঞ্জে বাবুল সুপ্রিয়- আসানসোলে শত্রুঘ্ন সিনহা, লোকসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা মমতার

Spread the love

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই ফের পশ্চিমবঙ্গে নির্বাচনের দামামা বেজে গেল৷ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে৷ নির্বাচনের ফল ঘোষণা হবে ১৬ এপ্রিল৷ আর এরপরই বড় সিদ্ধান্ত নিল তৃণমূল।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ট্যুইট করে জানিয়ে দিলেন, আসানসোল লোকসভা উপনির্বাচনে দলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা আর বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হল বাবুল সুপ্রিয়কে। ট্যুইটে এই দুজনের নাম ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ”জয় হিন্দ, জয় বাংলা, জয় মা-মাটি-মানুষ।”

বিজেপির আইটিসেলের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য টুইট করেছেন, ‘অনেকেই ভেবেছিলেন তৃণমূলের যুব প্রেসিডেন্ট সায়নী ঘোষকে আসানসোলে প্রার্থী করা হবে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। তাই তাঁকে বাদ দেওয়া হয়েছে।’ বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “তৃণমূল কংগ্রেস লোক দেখিয়ে, ভয় দেখিয়ে, মিথ্যা মামলা দিয়ে দলে লোক আনে। এখন বিষয়টা পরিষ্কার হল কী লোভ দেখিয়ে কাকে কীভাবে দলে সামিল করেছে। অতএব যারা আমাদের পার্টির সঙ্গে যুক্ত নয়, যারা তৃণমূলে আছে তাদের তৃণমূল কংগ্রেস কোথায় প্রার্থী করবে বা কোথায় কাজে লাগাবে সেটা তৃণমূলের ব্যাপার। তা নিয়ে আমাদের ভাবার কোনও ব্যাপার নেই।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*