২৫ কোটি টাকায় পেগাসাস বিক্রি করতে এসেছিল! চাঞ্চল্যকর দাবি মমতার

Spread the love

পেগাসাস কেনার প্রস্তাব তাঁর কাছে এসেছিল তিন বছর আগে, বুধবার বিধানসভায় এই দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের একবার পেগাসাস নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা মেশিন সব জায়গায় বিক্রি করতে এসেছিল। আমাদের পুলিশের কাছেও বিক্রি করতে এসেছিল। আজ থেকে ৪-৫ বছর আগে দাম বলেছিল ২৫ কোটি টাকা। আমরা বলেছিলাম আমাদের চায় না।

এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এই সফটওয়্যার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। বিচারকদের, অফিসারদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, তা কাম্য নয়। উল্লেখ্য, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র ফোন ট্যাপ করে। আমার ফোনও ট্যাপ করা হয়। যে কোনও কথা বললেই ওরা জেনে নেবে। বছর তিনেক আগে আমার কাছেও পেগাসাস কেনাার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি তা কিনিনি। কারণ মানুষের বাকস্বাধীনতায় কোনওভাবেই হস্তক্ষেপ করার ক্ষেত্রে বিশ্বাসী নই।

এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, উত্তরপ্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ- বিজেপি শাসিত রাজ্যে পেগাসাস কেনা হয়েছে। চন্দ্রবাবু নাইডুর আমলে অন্ধ্রপ্রদেশ সরকারও পেগাসাস কিনেছে। প্রসঙ্গত, পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে VIP-দের ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে।

ফোন ট্যাপ করা নিয়ে এর আগেও সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গত বছর শহিদ দিবসে বলেছিলেন ফোন ট্যাপের হাত থেকে রেহাই পেতে এডওয়ার্ড স্নোডেনের কায়দায় নিজের মোবাইল ফোনের ক্যামেরায় সেলোটেপ লাগাতেন তিনি। এখানেই শেষ নয়, তিনি আরও বলেছিলেন, পেগাসাস ডেঞ্জারাস। পেগাসাসের নামে আমার-আপনার ফোন ট্যাপ করা হচ্ছে। আমার ও অভিষেকের ফোন ট্যাপ করা হয়েছে। কাউকে ফোন করতে পারছি না। দিল্লির মুখ্যমন্ত্রী, শরদ পাওয়ার, চিদাম্বরম, কাউকে ফোন করতে পারছি না। বিচারপতি থেকে মন্ত্রী, সকলের ফোন ট্যাপ করা হয়েছে। দেশে গোয়েন্দাগিরি চলছে।

নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে আলোড়ন তৈরি হয়েছে। বিজেপির বিরুদ্ধে ফোনে আড়ে পাতার অভিযোগ আগেও করেছে তৃণমূল। তবে পেগাসাস পশ্চিমবঙ্গ সরকারের কাছেও বিক্রি করতে এসেছিল, এই দাবিতে রীতিমতো হইচই পড়েছে। উল্লেখ্য, এদিনের সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত সূচি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*