আজ বসন্তোৎসব। সকলে আজ রঙের উৎসবে মাতোয়ারা। কৃষ্ণপ্রেমে নিমজ্জিত হয়ে দোলযাত্রা পালন শুরু হয়েছে মায়াপুরের ইস্কন মন্দিরে।
সকাল থেকেই ইসকনের মন্দিরে ভক্তদের ভিড় জমতে শুরু করেছে। যদিও করোনা আবহে ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এবার বিদেশি ভক্তের সংখ্যা বেশ কম। শুক্রবার ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে মায়াপুরে দোলযাত্রার সূচনা হয়। যদিও এখানে দোল পালন খানিক অন্যভাবে হয়। মায়াপুরে দোলে রঙ খেলা হয় না। এখানে সারাদিন ধরে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। চলছে নাম সংকীর্তন।
শ্রীচৈতন্যদেবের ৫৩৬ তম আবির্ভাব দিবস উপলক্ষে আজ সন্ধেয় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। বিকেলে অভিষেকের মাধ্যমে আবির্ভাব উৎসবের পরিসমাপ্তি হবে।
Be the first to comment