জেলায় জেলায় ধরা পড়ছে দোল উৎসব পালনের ছবি। অন্যদিকে হুগলির শ্রীরামপুরে এই সময় পালিত হয় দোল-দুর্গোৎসব। ২১৭ বছর আগে শ্রীরামপুরের দে বাড়িতে দোলের দিন দুর্গাপুজোর সূচনা হয়। পরে পারিবারিক পুজো বারোয়ারির রূপ নেয়। বর্তমানে পুজোর উদ্যোক্তা শ্রীরামপুর পঞ্চাননতলা টাউন ক্লাব।
অন্যদিকে দোল পূর্ণিমায় আবিরে রেঙে উঠেছে শান্তিনিকেতন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উদ্যোগে পালিত হচ্ছে বসন্তোৎসব। শুক্রবার, দোল উপলক্ষে, উপাসনা গৃহ থেকে আশ্রম চত্বর পর্যন্ত আয়োজিত হয় প্রভাতফেরির। রঙের উৎসবে মাতোয়ারা সবাই। দোল উপলক্ষে শান্তিনিকেতনে পর্যটকদের ভিড় জমেছে। আশ্রম চত্বরে বাইরেও চলছে রং খেলা।
Be the first to comment