দোলপূর্ণিমায় ইসকন মন্দিরে হামলা ৷ বৃহস্পতিবার ঢাকার ওয়ারিতে ২২২ নং লালমোহন সাহা স্ট্রিটে ইসকনের মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ৷ অভিযোগ, এখানে ২০০-এরও বেশি মানুষকে আক্রমণ চালানো হয়েছে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হামলায় সুমন্ত্র চন্দ্র শ্রাবণ, নিহার হালদার, রাজীব ভদ্র জখম হয়েছেন ৷ অভিযোগ, হাজি শাফিউল্লাহের নেতৃত্বে একদল দুষ্কৃতী এই কাণ্ড করেছে ৷
ইসকন ভারতের সহ-সভাপতি রাধারমন দাস টুইট করে এই ঘটনাকে ধিক্কার জানিয়েছেন ৷ তিনি বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক যে দোলযাত্রা এবং হোলি উৎসবে এমন একটা ঘটনা ঘটল ৷ কয়েকদিন আগেই, রাষ্ট্রসংঘ একটি প্রস্তাবনা পাশ করেছে ৷ তাতে ১৫ মার্চ ‘ইন্টারন্যাশনাল ডে টু কমব্যাট ইসলামোফোবিয়া’ হিসেবে পালনের কথা জানানো হয়েছে ৷”
তবে ইসকনে হামলার পরেও রাষ্ট্রসংঘ চুপ ৷ এ নিয়ে সমালোচনা করে তিনি লেখেন, “হাজার হাজার অসহায় বাংলাদেশি এবং পাকিস্তানি সংখ্যালঘু সম্প্রদায় কষ্ট পাচ্ছে ৷ আর রাষ্ট্রসংঘ কিছু বলছে না ৷ বহু হিন্দু সংখ্যালঘু প্রাণ হারিয়েছে, সম্পত্তি খুইয়েছে ৷ অনেক হিন্দুকে ধর্ষণ করা হয়েছে ৷ কিন্তু হায়, রাষ্ট্রসংঘ ইসলামোফোবিয়ার উপর আরও জোর দিয়ে এর বিহিত করতে পারত ৷”
গত বছর বাংলাদেশের কুমিল্লায় নানুর দীঘি লেকের একটি দুর্গাপুজো মণ্ডপে কোরান বিকৃত করার অভিযোগ ওঠে ৷ সেই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ এই ঘটনায় রীতিমতো অশান্ত হয়ে ওঠে ঢাকা ৷ তিন জন মারা যান ৷ এর আগে ঢাকার টিপু সুলতান রোড এবং চিটাগাংয়ের কোতোয়ালিতেও একই রকম ঘটনা ঘটেছিল ৷
Be the first to comment