এখনও বিদায় নেয়নি করোনা ভাইরাস। দেশে বর্তমানে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও বারবার এ কথা মনে করিয়ে দিচ্ছে কেন্দ্র। চিন, ইউরোপের বিভিন্ন দেশের পরিস্থিতি দেখে নতুন করে রাজ্যগুলিকে চিঠি দিয়ে সতর্ক করেছে মোদি সরকার। তবে উদ্বেগের মধ্যেও স্বস্তি দিচ্ছে দেশের নিম্নমুখী করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টাতেও তার ব্যতিক্রম হল না।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫ জন। যা গতকালের তুলনায় ১৮ শতাংশ কম। দেশে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৭ হাজার ৮০২। অ্য়াকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.০৬ শতাংশে। সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমলেও খানিকটা চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৭১ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৩৫২ জনের।
স্বস্তিজনক দেশের সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৬১ হাজার ৯২৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৩৮৩ জন। সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮১ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ৫ লক্ষ ৮৪ হাজারের বেশি। টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। গতকাল যেমন ৩ লক্ষের ৭০ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে ভয় ধরাচ্ছে চিনের কোভিড গ্রাফ। সে দেশে একদিনে আক্রান্ত সাড়ে চার হাজারেরও বেশি। শুধু তাই নয়, এক বছরের বেশি পর ফের করোনায় প্রাণহানির খবরও সামনে এল। শেষবার গত বছর জানুয়ারি মাসে চিনে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছিল। সবমিলিয়ে উদ্বিগ্ন প্রশাসন।
Be the first to comment