নরেন্দ্র মোদীর মুকুটে ফের নতুন পালক। গ্রহণযোগ্যতার বিচারে পৃথিবীর মধ্যে সেরার আসনে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের ১৩ জন রাষ্ট্রনেতার মধ্যে এক নম্বরে রয়েছেন মোদী।
আমেরিকার সংস্থা মর্নিং কনসাল্ট যারা রাষ্ট্রনেতাদের গ্রহণযোগ্যতার সমীক্ষা করে থাকে, তারা এই সমীক্ষা করেছে। সপ্তাহে সপ্তাহে এই সমীক্ষার তথ্য নতুন করে নেওয়া হয়। এবার ৭৭ শতাংশ পেয়ে সবার প্রথমে রয়েছেন নরেন্দ্র মোদি। পিছনে ফেলেছেন একাধিক রাষ্ট্রনেতাকে। তাঁরা কারা? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্য়ানুয়েল লোপেজ ওব্রাডর, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
Be the first to comment