উপপ্রধান খুন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বীরভূমে উদ্ধার হলো একের পর এক মৃতদেহ। ঘরের মধ্যে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। অন্তত ১০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ঘটনার পর থেকেই শাসক দলের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। আর এবার রামপুরহাটের এই ঘটনায় হস্তক্ষেপ করতে চলেছে কেন্দ্র। রামপুরহাটের বগটুই গ্রামে কী ঘটেছিল, কী ভাবে আগুল লাগল, এই সব প্রশ্নের উত্তর পেতে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার সকালে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বাংলার বিজেপি সাংসদরা। আর তারপরই রিপোর্ট তলব করার নির্দেশ দেন কেন্দ্রীয় মন্ত্রী। বাংলায় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল আসবে বলেও আশ্বাস দিয়েছেন শাহ।
এ দিন অমিত শাহের সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায় সহ বঙ্গ বিজেপির নেতারা। বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁদের। তাঁরা রামপুরহাটের হত্যাকান্ডের কথা উল্লেখ করেছেন শাহের কাছে। পরে সুকান্ত মজুমদার জানান, খবর পেয়েই তৎপর হয়েছেন অমিত শাহ। তাঁর মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তাঁর নির্দেশেই রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যুগ্ম সচিব স্তরের আধিকারিকরা বাংলায় আসবেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, কেন্দ্রের ওই প্রতিনিধি দল রামপুরহাটের ঘটনাস্থল ঘুরে দেখে স্বরাষ্ট্র মন্ত্রককে বিস্তারিত রিপোর্ট দেবে। আর সেই পরিপ্রেক্ষিতেই ব্যবস্থা নেওয়া হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন অমিত শাহ।
একদিকে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, রামপুরহাট-কান্ডে রাজ্যের উপর চাপ বাড়াতে কার্যত মরিয়া পদ্ম শিবির। অন্যদিকে আগামিকাল বুধবারই বীরভূমে যাচ্ছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্ব বিজেপি বিধায়কদের একটি দল।
Be the first to comment