বগটুই-কাণ্ডের তদন্তে কাজ শুরু সিবিআইয়ের। শুক্রবার রাতেই রামপুরহাটে পৌঁছে গিয়েছিলেন তদন্তকারী অফিসাররা। শনিবার সকালে DIG-CBI অখিলেশ সিংয়ের নেতৃত্বে রামপুরহাট থানা ও পরে বগটুই গ্রামে যায় সিবিআই দল।
এদিন বেশ কয়েকটি দলে ভাগ হয়ে এই তদন্তের কাজ শুরু করেছেন অফিসাররা। এদিন সিবিআইয়ের একটি দল যায় রামপুরহাট থানায়। সেখানে গিয়ে SIT-এর হাত থেকে মামলার সব নথি সংগ্রহ করেন অফিসাররা। নেওয়া হয় কেস ডায়েরি। গোটা ঘটনা সম্পর্কে বিশদে সিবিআইকে জানায় সিট। এদিন সিবিআই দলের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়নারাও। পরে রামপুরহাট থানা থেকে সিবিআই দল পৌঁছোয় বগটুই গ্রামে। বগটুই গ্রামের সোনা শেখের বাড়ি থেকেই পোড়া সাতটি দেহ মেলে। এদিন প্রথমেই সেই বাড়িটি ঘুরে দেখেন সিবিআই আধিকারিকরা। একইসঙ্গে ঘুরে দেখা হয় পুড়ে যাওয়া বাকি বাড়িগুলিও।
Be the first to comment