শুক্রবারই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছে যোগী আদিত্যনাথ। আর শনিবারই সামনে এল সেই নতুন মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত। রাজ্যের মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার বিষয়ে নয়া সিদ্ধান্ত নিয়েছে যোগীর মন্ত্রিসভা। বিনামূল্যে রেশন দেওয়ার স্কিমের মেয়াদ বাড়িয়ে দেওয়া হল আরও তিন মাস। ৩০ জুন পর্যন্ত দেওয়া হবে বিনামূল্যে রেশন। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। এ দিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই স্কিমের আওতায় থাকা প্রত্যেক পরিবারকে পাঁচ কিলোগ্রাম করে খাদ্যশষ্য দেওয়া হল বিনামূল্যে। ২০২০-তে করোনা মহামারি শুরু হওয়ার পরই এই স্কিম কার্যকর করে মোদী সরকার। সেই যোজনার মেয়াদই আরও বাড়ানো হল। স্বচ্ছভাবে সেই যোজনায় রেশন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার লখনউয়ের বাজপেয়ী স্টেডিয়ামে ছিল যোগীর শপথ অনুষ্ঠান। লক্ষ লক্ষ সমর্থক উপস্থিত ছিলেন এ দিন। শীর্ষ বিজেপি নেতারাও ছিলেন সেখানে। মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডাও ছিলেন সেখানে। যোগী আদিত্যনাথ সহ মোট ৫২ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন শুক্রবার। এর মধ্যে ১৮ জন পূর্ণমন্ত্রী এবং ৩৪ জন রাষ্ট্রমন্ত্রী।
বেশ কয়েকদিন ধরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বিজেপির সম্পর্কের অবনতি কথা নিয়ে চর্চা শুরু হলেও শপথ গ্রহণের মঞ্চে তাঁকে প্রথমসারিতে বসে থাকতে দেখা যায় তাঁকে। শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও পূর্ণমন্ত্রীরা আলাদাভাবে শপথ নিলেও রাষ্ট্রমন্ত্রীরা একসঙ্গে শপথ বাক্য পাঠ করেন।
বিধানসভা নির্বাচনে নিজের খাসতালুক গোরক্ষপুর কেন্দ্র থেকে ১ লক্ষেরও বেশি ব্যবধানে জয়ী হয়েছেন যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টির প্রার্থীকে পরাজিত করে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছেন তিনি।
Be the first to comment