একই দিনে দু‘টি বিরল ঘটনার সাক্ষী থাকল বিধানসভা ৷ হাতাহাতিতে জড়ালেন শাসক-বিরোধী দলের বিধায়করা ৷ তাতে নাক ফাটে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ তাঁর অভিযোগ, নাকে ঘুসি মেরেছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তারপরেই বিরোধী দলনেতা-সহ পাঁচ বিজেপি বিধায়ককে পরবর্তী বাজেট অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ শুভেন্দু ছাড়াও সাসপেন্ডের তালিকায় রয়েছেন বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গাও ৷
সাসপেন্ড হওয়া বাকি বিধায়কেরা হলেন দীপক বর্মন, শঙ্কর ঘোষ, নরহরি মাহাতো ৷ তাঁদের সাসপেন্ড করার আর্জি জানান উদয়ন গুহ-সহ তৃণমূল বিধায়কেরা ৷ তাঁদের আর্জি মেনেই পরবর্তী বাজেট অধিবেশন পর্যন্ত বিরোধী শিবিরের বিধায়কদের সাসপেন্ড করা হয়েছে ৷ অর্থাৎ চলতি বছরে বিধানসভায় কোনও অধিবেশনেই আর অংশ নিতে পারবেন না এই পাঁচ বিধায়ক ৷
টুইটারে ঘটনার ভিডিয়ো পোস্ট করে বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গে গণতন্ত্রের জন্য কালো দিন । রামপুরহাট গণহত্যা নিয়ে আলোচনার দাবি করায় বিধানসভার ভিতরে বিজেপি বিধায়কদের আক্রমণ করলেন তৃণমূল বিধায়করা । বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রাজ্যে প্রতিদিনই রাজনৈতিক হিংসতা, খুন, ধর্ষণ বেড়ে যাচ্ছে ।’’
Be the first to comment