যাদবপুরে ভয়াবহ আগুন। আইআইসিবি-এর ক্যাম্পাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দমকলের সাতটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে সেখানে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। সূত্রের খবর, কেমিক্যাল বায়োলজির সেন্টারে ভয়াবহ আগুন লেগেছে।
সোমবার দুপুর নাগাদ হঠাৎ কালো ধোঁয়ায় ঢেকে যায় আইআইসিবি বিল্ডিং। এরপর ধীরে-ধীরে বাড়তে থাকে তার পরিমাণ। পরে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে যায় দমকলের সাতটি ইঞ্জিন। অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ শুরু করেন তাঁরা। জানা গিয়েছে, বিষাক্ত ধোঁয়ার কারণে ইতিমধ্যে সেখানে উপস্থিত প্রত্যেকের চোখ জ্বালা করতে শুরু করেছে। এলাকায় পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
এদিকে, প্রশ্ন উঠতে শুরু করছে আদৌ কেউ ওই ব্লিডিংয়ে আটকে রয়েছেন কিনা। কারণ, বিল্ডিংটি একটি কেমিক্যাল ল্যাব। ফলত সেখানে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি থাকতেই পারে। কিন্তু এখনও অবধি জানতে পারা যায়নি যে আদৌ কেউ আটকে রয়েছেন কিনা।
Be the first to comment