বিশিষ্ট সরোদবাদক পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ তিনি প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৪ বছর। সংগীতাচার্য রাধিকামোহন মৈত্রের কাছে শৈশবে তাঁর বাদ্যযন্ত্র শিক্ষা শুরু। তাঁর মৃত্যুতে শাস্ত্রীয় সংগীতজগতে অপূরণীয় ক্ষতি হল। ২০১৫ সালে রাজ্য সরকার তাঁকে সংগীত মহাসম্মান ও বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে। আমি প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্তের আত্মার শান্তি কামনা করছি ও তাঁর পরিজনদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
এদিকে, এদিন টুইটারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, পদ্ম বিভূষণ পন্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত আর বেঁচে নেই। বিশ্বের ক্ল্যাসিকাল মিউজিকে এক অপূরণীয় ক্ষতি। ওঁর শান্তি কামনা করি। পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।
Be the first to comment