অস্কারের ইন মেমোরিয়াম বিভাগে বাদ লতা মঙ্গেশকর এবং দিলীপ কুমার, ক্ষুব্ধ অনুরাগীরা

Spread the love

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এবং বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে রাখা হল না ৯৪তম আকাদেমি অ্যাওয়ার্ডের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে ৷ এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ ভারতীয় অনুরাগীরা ৷ এই মাসেই ভারতীয় এই দুই কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়েছিল ব্রিটিশ আকাদেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) ৷ কিন্তু অস্কারের মঞ্চে তাঁদের একেবারেই ভুলে গেলেন আয়োজকরা ৷ যা সত্যিই দুঃখজনক ভারতীয় অনুরাগীদের কাছে ৷

এর আগের পর্বে অর্থাৎ ২০২১ সালের এডিশনে কিন্তু ইরফান খান এবং অস্কার বিজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়াকে অন্তর্ভুক্ত করেছিলেন আয়োজকরা ৷ ঋষি কাপুর এবং সুশান্ত সিং রাজপুতের কথাও উল্লেখিত হয়েছে আকাদেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর অফিসিয়াল ওয়েবসাইটে ৷ কিন্তু স্থান পেলেন না লতা বা দিলীপ ৷

এই ঘটনার উল্লেখ করে এক নেটিজেন লেখেন, “লজ্জার বিষয় যে আকাদেমি সর্বকালের সেরা দু’জন লতা মঙ্গেশকর এবং দিলীপ কুমারকে শ্রদ্ধা জানায়নি ৷” আরেকজন লেখেন, তাদের ইন মেমোরিয়াম বিভাগে লতা মঙ্গেশকর এবং দিলীপ কুমারকে অবশ্যই দেখানো উচিত ছিল ৷ তাঁরা সিনেমার কিংবদন্তি ৷ ” এমনকী আকাদেমির ওয়েবসাইটে ২০২২ সালের তালিকায় লতা মঙ্গেশকরের নাম উল্লেখ করা হলেও নাম উল্লেখ করা হয়নি দিলীপ কুমারের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*