আজকের দিন

Spread the love

চুনী গোস্বামী

(জন্ম: ১৫ জানুয়ারি ১৯৩৮)
বিখ্যাত বাঙালি ফুটবল খেলোয়াড় হিসাবে তিনি একজন অতি জনপ্রিয় ফুটবলার। ভারতের হলে জাতীয় দলেও খেলেছেন। ফুটবলের পাশাপাশি ক্রিকেটার হিসাবেও তিনি ছিলেন। বাংলা দলের হয়ে রনজি ট্রফি তে প্রতিনিধিত্বও করেছিলেন।

১৯৪৬ থেকে ১৯৫৪ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মোহনবাগানের জুনিয়র দলে খেলেন। পরে ১৯৫৪ থেকে ১৯৬৮ অবধি মোহনবাগানের মূল দলে খেলেন। তিনি মূলত স্ট্রাইকার পজিসনে খেলতেন। ১৯৬০-১৯৬৪ তিনি মোহনবাগানের অধিনায়ক ছিলেন।

১৯৬২ খ্রিস্টাব্দে জাকার্তায় এশিয়ান গেমসের সোনা জয় ছিল তাঁর অধিনায়কত্বে সবথেকে বড় কৃতিত্ব।

১৯৬৩ খ্রিস্টাব্দে তিনি অর্জুন পুরস্কার এবং ১৯৮৩ খ্রিস্টাব্দে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। ২০০৫ সালে তিনি মোহনবাগান রত্ন পান।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

===============================================================================================

নীল নিতিন মুকেশ

(জন্মঃ ১৫

জানুয়ারি ১৯৮২ )
তিনি একজন বলিউড অভিনেতা। তাঁর প্রকৃত নাম নীল মাথুর। নীল গায়ক নিতিন মুকেশের পুত্র ও কিংবদন্তি নেপথ্য কণ্ঠশিল্পী প্রয়াত মুকেশের (মুকেশ চন্দ মাথুর) পৌত্র।

শিশুশিল্পী হিসেবে বিজয় (১৯৮৮) ও জৈসে করনি বৈসে ভরনি (১৯৮৯) ছবিতে অল্পসময়ের জন্য দেখা যায় নীলকে।

এছাড়াও তিনি জনি গদ্দার, তেরা ক্যায়া হোগা জনি,  নিউ ইয়র্ক, আ দেখে জরা, জেল, ইত্যাদি ছবিতে অভিনয় করেন।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

===============================================================================================

ভানু প্রিয়া

জন্মঃ ১৫ জানুয়ারি ১৯৬৪
তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। তেলেগু ও তামিল ছবিতে তিনি মূলত কাজ করেছেন। নৃত্য ও গায়িকা হিসাবেও তিনি বেশ পরিচিত।

মেল্লা পেনসুগাল, সিতারা, রাউডি, পালনাতি পুলি, জোয়ালা, গারজানা, বিজেতা, কাশমোরা, দোস্তি দুশমনি, আলাপনা ইত্যাদি ছাড়াও বহু ছবিতে তিনি অভিনয় করেছেন।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

===============================================================================================

মায়াবতী নায়না কুমারী

(জন্মঃ জানুয়ারি ১৫, ১৯৫৬)
তিনি দিল্লীতে জন্মগ্রহণ করেন। উত্ততপ্রদেশের মুখ্যমন্ত্রী ও একজন ভারতীয় রাজনীতিবিদ হিসাবে তিনি পরিচিত ব্যক্তি। বহুজন সমাজ পার্টির সভাপতি তিনি। তিনি চার দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান। ১৯৯৫ সালে তারপর ১৯৯৭, ২০০২-২০০৩ ও ২০০৭ থেকে ২০১২ এই চার দফায় তিনি উত্তরপ্রদেশের মু্খ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*