মাঝ আকাশেই মুখোমুখি সংঘর্ষ যুদ্ধবিমানের, মৃত কমপক্ষে ৩

Spread the love

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হল দুটি যুদ্ধবিমানের। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। জানা গিয়েছে, শুক্রবার সকালে মাঝ আকাশে দক্ষিণ কোরিয়ার বায়ুসেনার প্রশিক্ষক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনজন পাইলটের মৃত্যু হয়েছে এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সাচেওন শহরের দক্ষিণ-পূর্বে কেটি-১ এয়ারক্রাফ্ট বেসের কাছেই মুখোমুখি সংঘর্ষ হয় ওই দুটি বিমানের। স্থানীয় সময় দুপুর ১ টা ৩৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বায়ুসেনার তরফে এখনও হতাহতের সংখ্যা জানানো না হলেও, স্থানীয় সূত্রে তিন পাইলটের মৃত্যুর কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে দমকল বাহিনীর ৩০ জন কর্মী পৌঁছেছেন এবং উদ্ধারকার্য শুরু করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে সাচেওন শহরের পাশেই অবস্থিত ওই এয়ারবেসে বায়ুসেনার প্রশিক্ষণ চলছিল। দক্ষ পাইলটদের সঙ্গে শিক্ষানবীশ পাইলটরাও ওই মহড়ায় যোগ দিয়েছিলেন। আচমকাই দুটি বিমান মুখোমুখি চলে আসে এবং একে অপরের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে মাঝ আকাশেই আগুন ধরে যায় ওই দুটি বিমানে। সজোরে মাটিতে আছড়ে পড়ে বিমানদুটি।

দক্ষিণ কোরিয়ার দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। তিনজন পাইলটের মৃত্যু হয়েছে। অন্যদিকে অপর একজন গুরুতর আহত হয়েছেন। তবে বায়ুসেনার তরফে প্রকাশিত বিবৃতিতে দুর্ঘটনার কথা স্বীকার করে নেওয়া হলেও, দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে, তা জানানো হয়নি। দুর্ঘটনার সময় পাইলটরা বিমান থেকে বেরনোর চেষ্টা করেছিলেন কিনা, তাও জানানো যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*