বাড়ি থেকে ৪০ কিলোমিটার দূরে একটি ভুট্টার খেত থেকে উদ্ধার হল তৃণমূল কর্মীর মৃতদেহ। যা ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। জানা গিয়েছে, মৃতের নাম নাসিম আলি। তাঁকে খুন করা হয়েছে বলেই অভিযোগ স্থানীয়দের। মালদহের কালিয়াচকের বাসিন্দা ছিলেন বছর পঁয়ত্রিশের নাসিম। তাঁর এক পরিচিত জানাচ্ছেন, বৃহস্পতিবার রাতে বাইরেই খাওয়া-দাওয়া সেরে মেয়ের জন্য মাংস কিনে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন আরও একজন। কিন্তু বাড়ি ফেরা আর হয়নি। রাত তখন প্রায় ১০টা। নাসিম বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে দেন এলাকার বাসিন্দা ও পরিবারের লোকজন। কিন্তু স্থানীয় কোনও জায়গাতেই তাঁর হদিশ মেলে না।
এভাবেই দুশ্চিন্তায় গোটা রাত কাটিয়ে দেন বাড়ির লোকজন। এদিন সকালে তাঁরা খবর পান, বাড়ি থেকে ৪০ কিলোমিটার দূরে বৈষ্ণবনগর থানার ভগবানপুর নামের একটি এলাকার ভুট্টার খেত থেকে উদ্ধার করা হয় নাসিমের দেহ। মৃত তৃণমূল কর্মীর শরীরের একাধিক অংশে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে অনুমান স্থানীয়দের।
দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। নাসিমের পরিজনদের দাবি, সক্রিয় ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও শাসকদলের মিটিং-মিছিলে ডাক পেলে পৌঁছে যেতেন তিনি। তাঁর কারও সঙ্গে রাজনৈতিক কিংবা ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দোষীর কঠোর শাস্তির দাবিও তুলেছেন এলাকাবাসীরা। দুই মেয়ে এবং এক ছেলে নিয়ে রীতিমতো অসহায় অবস্থা নাসিমের স্ত্রীর। সুবিচারের আশা দেখছেন তিনি।
Be the first to comment