ঠাকুরবাড়ি যাওয়ার পথে অসুস্থ রাজ্যপাল, মাঝরাস্তায় গাড়ি ঘুরিয়ে ফিরলেন রাজভবনে

ফোন করে খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ঠাকুরনগরে মতুয়া মেলায় যাওয়ার পথে এদিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল। মাঝ রাস্তা থেকেই গাড়ি ঘুরিয়ে ফিরে আসতে হলো রাজভবনে। সূত্রের খবর, রাস্তায় অসুস্থ বোধ করছিলেন তিনি। জগদীপ ধনখড় রাজভবনে ফেরার পর দুই চিকিৎসকও পৌঁছে যান তাঁকে দেখার জন্য। তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে সূত্র মারফত জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে একটি বেড ইতিমধ্যেই তৈরি রাখা হয়েছে। নবান্ন সূত্র জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের শারীরিক অবস্থা জানার জন্য ফোনও করেছিলেন। তবে তাঁর শারীরিক অসুস্থতা ঠিক কী কারণে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ওই দুই চিকিৎসক ইতিমধ্যেই তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে রাজভবন থেকে বেরিয়ে গিয়েছেন।

তবে শেষ পর্যন্ত সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, রাজ্যপালকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে না। মতুয়া মহাসঙ্ঘের আমন্ত্রণে এদিন বিকেল সাড়ে চারটেয় মতুয়া ধর্মমেলায় যোগ দেওয়ার কথা ছিল রাজ্যপালের ৷ এরপর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করারও কথা ছিল জগদীপ ধনকড়ের ৷ উল্লেখ্য, হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে মঙ্গলবার মতুয়া ধর্মমেলার শুরুতে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর এদিন মতুয়া ধর্মমেলায় রাজ্যপালের যোগদানের খবর বাড়তি মাত্রা যোগ করেছিল ৷

যদিও ঠাকুরনগরে এদিন কর্মসূচির আগে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন রাজ্যপাল ৷ বিধানসভায় সাত বিজেপি বিধায়কের সাসপেনশন তুলে নেওয়ার কারণে অধ্যক্ষের কাছে দরবার করেন জগদীপ ধনকড় ৷ রাজ্যপালকে পালটা দিয়েছেন অধ্যক্ষও ৷ বিষয়টি নিয়ে রাজ্যপাল ধনকড় যে অতি সক্রিয়তা দেখাচ্ছেন এদিন ঠারেঠোরে তাও বুঝিয়ে দিয়েছেন বিধানসভার স্পিকার ৷

কটাক্ষের সুরে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিজেপি বিধায়কদের এই সাসপেনসনের বিষয়টি সম্পূর্ণভাবে বিধানসভার নিয়ন্ত্রণাধীন । সাসপেন্ড হওয়া বিধায়কদের আবার বিধানসভার অধিবেশনে অংশ নিতে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিধানসভাই । এই বিষয়ে রাজ্যপালের কাছে গিয়েও কোনও লাভ নেই বলে বুঝিয়ে দিয়েছেন স্পিকার ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*