রাজ্যপাল জগদীপ ধনকড়ের সুস্থতা কামনা করতে গিয়েও কটাক্ষ করলেন কুণাল ঘোষ ৷ তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক রাজ্যপালের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নতির প্রার্থনাও করলেন ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল রাজ্যপালের অসুস্থতার বিষয়টি সামনে আসে। শুক্রবার তাঁর উপস্থিত থাকার কথা ছিল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুরবাড়িতে।
রাজভবন সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কারণে রাজ্যপাল ধনকড় মাঝপথ থেকেই ফিরে আসেন ৷ শনিবার এই নিয়ে একলাইনের একটি টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লিখেছেন, রাজ্যপালের শারীরিক ও মানসিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করি ৷
প্রসঙ্গত, কেউ অসুস্থ হলে তাঁর সুস্থতা কামনা করাই শিষ্টাচার ৷ কিন্তু শারীরিক অসুস্থার প্রসঙ্গ তুলে কটাক্ষ করাকে রাজনৈতিক অসৌজন্যতা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷
এই নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, তৃণমূলের সঙ্গে রোজই নানা কারণে রাজ্যপালের বিবাদ লেগে থাকে ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের থেকে বিভিন্ন তথ্য চান, সমালোচনা করেন প্রয়োজনে ৷ তা নিয়ে তাঁকে কটাক্ষও করে তৃণমূল ৷ কিন্তু শনিবার রাজ্যপালের মানসিক সুস্থতা চেয়ে কুণাল কার্যত বোঝানোর চেষ্টা করলেন যে, ধনকড় মানসিকভাবে অসুস্থ ৷
অন্যদিকে টুইট করার পাশাপাশি এদিন একটি সাংবাদিক বৈঠকও করেন কুণাল ৷ সেখানে কেন্দ্রীয় সরকারকে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে আক্রমণ করেন ৷ শনিবার তিনি প্রশ্ন তোলেন, ভোটের সময় পেট্রল-ডিজেলের দাম বাড়ল না ৷ অথচ ভোট পার হতেই কেন এভাবে দাম বাড়ল ?
Be the first to comment