৭০তম সেনা দিবসে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাহুল গান্ধী ও জেটলির মতো বিশিষ্টদের

Spread the love

সোমবার পালিত হলো ৭০তম সেনা দিবস। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিশেষ দিনটি পালন করা হলো। উপস্থিত ছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত, নৌ সেনাপ্রধান সুনীল লানবা ও এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া।

এদিন ট্যুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নিজের শ্রদ্ধা জানান সেনাজওয়ান ও তাঁদের পরিবারকে।

এই দিনের স্মৃতিতে টুইট করে সেনা জওয়ান ও তাদের পরিবারকে সম্মান ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি শুভেচ্ছা জানান প্রাক্তন সেনাকর্মীদেরও। তাঁদের অবদান দেশ ভুলবে না বলে মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু দেশকে নিরাপত্তা দেওয়াই নয়, দেশের অভ্যন্তরে যেকোনও বিপর্যয়ে এগিয়ে গিয়েছে সেনা৷ তাই সেনা দিবসে নিজের আন্তরিক শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী পৌঁছে দিয়েছেন তিন সেনাবাহিনীর কাছে।


শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও। ট্যুইট করে জেটলি শ্রদ্ধা জানিয়েছেন শহিদ সেনা জওয়ানদের।

শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও।

প্রসঙ্গত, ১৯৪৯ সালের ১৫ জানুয়ারি ভারতীয় সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব নেন ভারতীয় সৈনিক লেফট্যানেন্ট জেনারেল কে.এম. কারিয়াপ্পা। আর সেই থেকেই এই দিনটিকে ভারতীয় সেনাবাহিনী ‘সেনা দিবস’ হিসাবে উদযাপন করে আসছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*