মধ্যবিত্তের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আরও মহার্ঘ হল পেট্রল এবং ডিজেল। সোমবার সকাল থেকে এই দুই জ্বালানির দাম আরও বাড়তে চলেছে।
পেট্রলের দাম বাড়তে চলেছে লিটারে ৪২ পয়সা এবং ডিজেল লিটারে ৪০ পয়সা। এই নিয়ে শেষ ১৪ দিনে ১২ বার জ্বালানির দাম বাড়ল। ১১৩ টাকা ০৩ পয়সা থেকে বেড়ে পেট্রলের নয়া দাম হচ্ছে লিটারে ১১৩ টাকা ৪৫ পয়সা। ৯৭ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে ডিজেলের নতুন দাম হচ্ছে লিটাকে ৯৮ টাকা ২২ পয়সা। কলকাতায় সোমবার সকাল ৬টা থেকে এই নয়া দাম কার্যকর হবে এবং এই দাম বাড়ার ফলে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গেল ডিজেল।
Be the first to comment