তেল-গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ভাবে গত কয়েক দিনে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে, তার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী বলেও অভিযোগ করেন মমতা। তাঁর দাবি, তেলের দাম বৃদ্ধির ফলে স্বাভাবিক ভাবেই জিনিসপত্রের দামও বাড়ছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই পরিস্থিতি থেকে দেশের মানুষের নজর ঘোরানোর জন্যই সিবিআই-ইডিকে ব্যবহার করা হচ্ছে, হিংসার তত্ত্বকে সামনে আনা হচ্ছে বলেও এ দিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই চরম আর্থিক পরিস্থিতি থেকে দেশকে মুক্তির পথ দেখানোর জন্য সর্বদল বৈঠকের দাবিও তুললেন তিনি।
সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখান থেকেই কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি-পরিকল্পনা নিয়ে সুর চড়িয়েছেন তিনি। মমতার কথায়, “বর্তমান কেন্দ্রীয় সরকারের কোনও নির্দিষ্ট পরিকল্পনা নেই। নীতি নেই। এখনও শ্রীলঙ্কার মতো কঠিন পরিস্থিতি আমাদের দেশে তৈরি হয়নি। কিন্তু, যে কোনও সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এখনই বিষয়টির দিকে নজর দিতে হবে। সর্বদল বৈঠক ডেকে আলোচনা করা ছাড়া এর থেকে মুক্তির আর কোনও পথ নেই।
এ দিন মমতা বলেন, একাধিক রাজ্য কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ফোন করছেন। অনুরোধ করছেন। একাধিক রাজ্য থেকে ফোন আসছে। কেন্দ্রীয় সরকার উদাসীন। এ ভাবে দেশ চলতে পারে না। দেশের মানুষ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে। কেন্দ্র গুরুত্ব দিচ্ছে না। এ ভাবে চললে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
Be the first to comment