ক্রমশ করোনামুক্তির পথে এগিয়ে চলেছে বাংলা। রবিবারের তুলনায় একধাক্কায় অনেকটা কমল রাজ্যের করোনা সংক্রমণ। শুধু তাই নয়, ফের মৃত্যুহীন বাংলা। টানা ১১ দিন মৃত্যুহীন ছিল বাংলা। তার পর ফের রবিবার করোনায় ২ জনের মৃত্যুর খবর মেলে। তবে রাজ্য স্বাস্থ্যদপ্তরের সোমবারের রিপোর্ট স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে।
সরকারি রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১২ জন। মৃত্যু শূন্য। করোনাকে হারিয়ে সেরে উঠেছেন ৪২ জন। সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ, অপরিবর্তিত। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্য়ান অনুযায়ী, এ নিয়ে রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা ২০, ১৭, ৫০৭। সুস্থ হয়েছেন ১৯,৯৫,৭৫২ জন। আর প্রাণ হারিয়েছেন মোট ২১,১৯৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে৭ হাজার ৮৯২। যার মধ্যে ০.১৫ শতাংশ রিপোর্ট পজিটিভ।
দেশের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ এপ্রিল থেকে সমস্ত কোভিডবিধি উঠে গিয়েছে। বাংলাও তার ব্যতিক্রম নয়। মহামারীর আইনে যেসব মামলা দায়ের করা হতো, সেসবও এখন বাদ। তবে সতর্কতার জন্য মাস্ক পরা, স্যানিটাইজেশন, শারীরিক দূরত্ব বজায় রাখার মতো ন্যূনতম কয়েকটি স্বাস্থ্যবিধি জারি রয়েছে। তারই মধ্য়ে ২ জনের মৃত্যুতে নতুন করে আর কোনও নিষেধাজ্ঞা জারি করা হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। চিন্তিত স্বাস্থ্যমহলও।
জুনে কোভিডের চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তা মোকাবিলায় জোরদারভাবেই চলছে টিকাকরণ। ছোটদের টিকা, বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার কাজ গোটা দেশের মতো রাজ্যেও চলছে সমানতালে।
Be the first to comment