এসএসকেএমে ভর্তি অনুব্রত, গঠিত হলো ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড

Spread the love

স্বাস্থ্য পরীক্ষার পর এসএসকেএমে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল ৷ গরুপাচার-কাণ্ডে এর আগে চারবার সিবিআই’য়ের হাজিরা এড়ালেও এদিন নিজাম প্যালেসে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির হাজির হওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত ছিল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার আগেই বীরভূম থেকে চিনার পার্কের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ৷ কিন্তু শেষ মুহূর্তে গল্পে টুইস্ট ৷ অনুব্রতর আইনজীবীরা বলছেন নিজাম প্যালেসে যাওয়ার পথে হঠাৎই অসুস্থতা বোধ করেন অনুব্রত মণ্ডল। এরপর নিজাম প্যালেস নয়, কেষ্ট পৌঁছন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ৷

হাসপাতালে পৌঁছনোর সময় ছিলেন অনুব্রতর বুকে সামান্য ব্যথা ছিল, শ্বাসকষ্টও হচ্ছিল ৷ এরপর টানা তিন ঘণ্টা ধরে পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে দুপুর ২টো নাগাদ হাসপাতাল তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ভর্তি নেওয়া হয়েছে অনুব্রতকে ৷ ৫ জন চিকিৎসকের একটি দল তাঁকে দফায়-দফায় পরীক্ষা করেন ৷ ভর্তি নেওয়ার কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুব্রত মণ্ডলের ইসিজিতে সমস্যা দেখা গিয়েছে ৷ পাশাপাশি তাঁর একটি পুরনো ক্ষততে সংক্রমণ ছড়িয়েছে ৷ শ্বাসকষ্টজনিত অসুবিধার কারণে বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতাকে অক্সিজেনও দেওয়া হচ্ছে ৷ কোমর্বিডিটির কারণে অনুব্রতর সুগার এবং প্রেসারও নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷

হাসপাতালে তরফে জানা গিয়েছে চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্বাধীন ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ৷ এই মেডিকেল বোর্ডই আপাতত অনুব্রতর চিকিৎসার দায়িত্বে ৷ এর মধ্যে চেস্ট, মেডিসিন, কার্ডিওলজি, নিউরোলজি বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রয়েছেন। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসকরা ৷

এদিকে বুধবার দুপুর পৌনে দুটো নাগাদ নিজাম প্যালেসে সিবিআই-এর কাছে যান অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীবকুমার দাঁ এবং অনির্বাণ ঠাকুরতা। অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সময় চেয়েছেন তাঁরা কারণ তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। এসএসকেএমে চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তার পর অনুব্রত মণ্ডলের আইনজীবীরা নথিপত্র নিয়ে সিবিআই দফতরে পৌঁছন। তাঁরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেন, সংস্থা তদন্তের নামে অনুব্রত মণ্ডলকে নাজেহাল করছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*