পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস ৷ শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই অভিযোগ জানিয়েছেন ৷ তৃণমূলের দাবি, বালিগঞ্জে উপ নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন শুভেন্দু ৷ তিনি পুলিশের বিরুদ্ধেও হুমকি দিয়েছেন ৷ তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ৷
সংবাদসংস্থা এএনআই-এর করা টুইট অনুযায়ী, আজ বুধবার কুণাল ঘোষ দেখা করেন পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে ৷ তাঁর কাছেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগে তৃণমূল দাবি করেছে যে বালিগঞ্জ উপ নির্বাচন ও তার ফল নিয়ে অনৈতিক ভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে শুভেন্দু ৷ পুলিশকেও হুমকি দিচ্ছে ৷ তাই তাঁর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত ৷
অভিযোগে গত ২৮ মার্চের একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে ৷ তৃণমূলের দাবি, সেদিন রবীন্দ্র সরোবর থানায় গিয়ে বালিগঞ্জের উপ-নির্বাচন সংক্রান্ত বিষয়ে ওসিকে হুমকি দিয়েছিলেন ৷
Be the first to comment