একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ৩৩, সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ

Spread the love

রাজ্যের করোনার যাবতীয় বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। নেই রাত্রিকালীন নিষেধাজ্ঞাও। তবে এখনও প্রতিদিন করোনা সংক্রমিত হচ্ছেন রাজ্যবাসী। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ জন। যা আগের দিনের তুলনায় কম। মৃত্যু এদিনও শূন্য। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, পজিটিভ কেস বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ৬১১। এদিনও করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় বঙ্গে প্রাণ হারিয়েছেন ২১ হাজার ২০০ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ। করোনা সংক্রমণ বাড়লেও ভরসা জোগাচ্ছে সুস্থতার হার। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৯২ শতাংশ।

করোনা সংক্রমণ রুখতে বরাবরই নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১১ হাজার ৫৯৯ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২৪, ৮৩৯, ২৫৩ নমুনা পরীক্ষা হয়েছে। করোনায় পজিটিভিটি রেট ০.২৮  শতাংশ। টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। শুধুমাত্র বৃহস্পতিবার গোটা রাজ্যজুড়ে  ৭২ হাজার ৬৬৫ ডোজ টিকাকরণ হয়েছে। 

উল্লেখ্য, দেশের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ এপ্রিল থেকে সমস্ত কোভিডবিধি উঠে গিয়েছে। বাংলাও তার ব্যতিক্রম নয়। মহামারীর আইনে যেসব মামলা দায়ের করা হতো, সেসবও এখন বাদ। তবে সতর্কতার জন্য মাস্ক পরা, স্যানিটাইজেশন, শারীরিক দূরত্ব বজায় রাখার মতো ন্যূনতম কয়েকটি স্বাস্থ্যবিধি জারি রয়েছে। এদিকে জুনে কোভিডের চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তা মোকাবিলায় জোরদারভাবেই চলছে টিকাকরণ। ছোটদের টিকা, বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার কাজ গোটা দেশের মতো রাজ্যেও চলছে সমানতালে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*