ভাদু শেখ খুন ও তারপর বগটুই গ্রামে, ৯ জনকে পুড়িয়ে হত্যার তদন্তে নেমেছে সিবিআই। তদন্তকারীরা জানার চেষ্টা চালাচ্ছেন যে, পর পর বাড়িগুলিতে আগুন লাগিয়েছিল কে বা কারা? গোটা অপারেশনের মূল পাণ্ডা কে ছিল?
এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেছেন, অগ্নিকাণ্ডে প্রায় গোটা পরিবার হারানো, মিহিলাল শেখ। তাঁর দাবি, গোটাটাই হয়েছিল, ভাদু শেখের ডান হাত লালন শেখের নির্দেশে।
মিহিলালের বক্তব্য, “ঘটনার দিন কয়েকটা মিটার দূরে সবটা দেখি। লালনই হচ্ছে মূল পাণ্ডা। ঘটনার দিন পরিষ্কার দেখলাম, লালন বলছে, সব জ্বালিয়ে দাও। কেউ আসবে না, পুলিশ আসবে না। আমার বাড়ির সামনে দেখেছি। একশোবার দেখেছি লালনকে।”
স্থানীয় সূত্রে খবর, ভাদুর ছায়াসঙ্গী লালন শেখ এলাকায় অত্যন্ত প্রভাবশালী ছিলেন। লালন তৃণমূলের কোনও পদে ছিলেন না। তবে তৃণমূলের উপপ্রধান ভাদু পর্যন্ত লালনকে বস বলে ডাকতেন। টাকা পয়সার লেনদেনের বিষয়টা লালনই দেখতেন।
Be the first to comment