কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় পড়ুয়া

Spread the love

কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় পড়ুয়া ৷ টরন্টো পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২১ বছর বয়সি ওই পড়ুয়ার নাম কার্তিক বাসুদেব। সেন্ট জেমসের গ্লেন রোডে শেরবর্ন টিটিসি স্টেশনে ঢোকার মুখে তাঁর উপর একাধিক গুলি চালায় অজ্ঞাতপরিচয় আততায়ী।

ঘটনাস্থলেই তাঁর চিকিৎসা শুরু করেন এক স্বাস্থ্যকর্মী ৷ এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। টরন্টো পুলিশের হোমিসাইড বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন ৷ পুলিশ জানিয়েছে, সিসিটিভি দেখে গুলি চালানোর সময় একজন কৃষ্ণবর্ণ চেহারার ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে ৷ ৫ ফুট ৬-৭ইঞ্চি উচ্চতার ওই ব্যক্তিকে একটি হ্যান্ডগান নিয়ে গ্লেন রোড থেকে হাওয়ার্ড স্ট্রিটের দিকে হাঁটতে দেখা গিয়েছে।

ভারতের কনস্যুলেট জেনারেল টুইটারে এক বিবৃতিতে লিখেছেন, ‘‘টরন্টোতে গুলিবিদ্ধ হয়ে কার্তিক বাসুদেবের দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডে আমরা মর্মাহত । তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ মৃতদেহ দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে ৷’’ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বাসুদেব কানাডার সেনেকা কলেজের ছাত্র ৷ পাতাল রেল ধরতে স্টেশনে যাচ্ছিলেন মার্কেটিং ম্যানেজমেন্ট প্রোগ্রামের ওই ছাত্র ৷ সেখানেই তাঁকে গুলি করে হত্য়া করা হয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*