আসানসোলে চোখে সর্ষে ফুল দেখবে বিজেপি, চ্যালেঞ্জ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক দিক থেকে তৃণমূলের কাছে হেরে গিয়ে ইডি-সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে বলেও কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগ করেন তিনি।
এদিন অভিষেক বলেন, তৃণমূল বাংলার মানুষকে যা যা কথা দিয়েছে, তা পালন করেছে। কিন্তু, কেন্দ্রের বিজেপি সরকার মানুষকে দেওয়া একটি কথাও রাখেনি। তারা শুধু বাংলা নয়, গোটা দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, বিধানসভা ভোটে আত্মসমর্পণ করিনি। মাথা উঁচু করে লড়াই করেছি। মানুষের ভোটে জিতেছিলাম। লড়াই করে জয় পেয়েছিলাম। মাথা নিচু করতে হলে মানুষের কাছে করব।
পেট্রল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, যে ভাবে লাগাতার জিনিসের দাম বেড়ে চলেছে, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এর আগে দুই বার আসানসোলের মানুষ বাবুল সুপ্রিয় মানে বিজেপিকে ভোট দিয়েছিল কিন্তু, বাবুল বুঝেছেন বিজেপিতে থাকা যায় না। তাই জন্য তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপি এখানকার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এবারের ভোটে আসানসোলের মানুষ সেই বিশ্বাসঘাতকতার জাবাব দেবে বলেও মন্তব্য করেন অভিষেক।
Be the first to comment